করোনার যুদ্ধে এবার ভারতের পাশে এসে দাঁড়াল আমেরিকার হোয়াইট হাউস। পাঠানো হচ্ছে বিপুল অঙ্কের ত্রাণ সামগ্রী ।সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে হোয়াইট হাউসের তরফে ১০০ কোটিরও বেশি মূল্যের করোনার ত্রাণ সামগ্রী ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় পাঠানো হচ্ছে মেডিকেল সরঞ্জাম । ইতিমধ্যেই গতকাল রাতে ট্র্যাভিস এয়ার ফোর্স বেস থেকে বিশ্বের বৃহত্তম সামরিক বিমানটি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
করোনা মহামারীর এই যুদ্ধে সর্বোচ্চ সংক্রমিত দেশের দ্বিতীয় স্থানে নাম লিখিয়েছে ভারত । হাসপাতালে গুলিতে নেই পর্যাপ্ত বেড , অক্সিজেনের অভাবে রাস্তার ধারে প্রাণ হারাতে হচ্ছে বহু মানুষকে। স্বাস্থ্য পরীক্ষা মত অনেক দূরের কথা এমনকি সৎকার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার টান পড়ছে। কোথাও মহাশ্মশানে কাঠের অভাব তো কোথাও চুল্লিতে অতিরিক্ত শব দাহ করার কারণে গরম হয়ে আগুন ধরে যাচ্ছে। ভারতের এই কঠিন পরিস্থিতিতে একের পর এক দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য ইতিহাসে খুব কম দেশেই আছে যারা অতিমারির সময় পার্শ্ববর্তী দেশের থেকে এত বেশি সহযোগিতা পেয়েছে। তার মূল কারণ একটিই করোনার প্রথম ধাক্কা সহ্য করার সময় ভারতের অবদান অনস্বীকার্য।ভারতের জন্য আমেরিকার হোয়াইট হাউসের তরফ থেকে পাঠানো হয়েছে ৪৪০ টি অক্সিজেন সিলিন্ডার, প্রাথমিকভাবে সংক্রমণ শনাক্ত করতে ৯৬০,০০০ টি র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের জন্য ১০০০,০০০ টি ‘এন৯৫’ মাস্ক। কিছুদিন আগেই জো বাইডেনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল ভারতের এই কঠিন পরিস্থিতিতে ভ্যাকসিন তৈরীর কাঁচামাল সরবরাহ করবে আমেরিকা এবং সেই কথার বাস্তবায়ন দেখা গেল ইতিমধ্যেই।