অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে বেহালাবাসীর। চালু হতে চলেছে জোকা-মাঝেরহাট মেট্রো প্রকল্পের কাজ। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই রেল বোর্ড অথরিটি তরফে ইতিমধ্যেই প্রকল্পকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ওদিকে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফেও আগামী এক বছরের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করা হয়েছে । জানা যাচ্ছে আগামী এক বছরের মধ্যেই এই রুটে মেট্রো চালু করতে চায় তারা। প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন । তবে বিভিন্ন সমস্যা এসে এই প্রকল্পের গতিকে শ্লথ করে দেয়। কখনও জমি সংক্রান্ত সমস্যা তো আইনি সমস্যা, সব মিলিয়ে ক্রমাগত পিছিয়ে পড়েছে এই প্রকল্প। তবে এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তাদের সুবিধার্থে প্রকল্পের গতি বৃদ্ধিতে বিশেষ নজর দিয়েছে সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই মেট্রো স্টেশন গুলির নাম নির্ধারণ করা হয়েছে । স্টেশন গুলির নাম হল ,জোকা, ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা ও মাঝেরহাট স্টেশন। মাঝেরহাট থেকে লাইনটি এসপ্ল্যানেড বা পার্কস্ট্রিটে গিয়ে সরাসরি মেশানোর প্রচেষ্টা চলছে। তবে সেক্ষেত্রে আইনি লড়াই এখনও অব্যাহত। এছাড়াও এই মেট্রোরেল চালু করার প্রসঙ্গে ভিন্নমত পোষণ করেছেন সাধারণ মানুষ। এমনকি মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, এই সমস্ত স্টেশনে যাত্রী পরিষেবা দিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের কোনো লাভ হবেনা। এক্ষেত্রে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সম্ভব বলে জানিয়েছেন তাঁরা। ওদিকে সাধারণ যাত্রীদের দাবি, কেবলমাত্র জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলাচলে বিশেষ সুবিধা কিছুই হবে না। সেক্ষেত্রে এসপ্ল্যানেড বা পার্কস্ট্রিট মেট্রো স্টেশন গুলির সঙ্গে যদি যোগাযোগ স্থাপন সম্ভব হয়, তাহলে যাত্রীদের জন্য এটি একটি সুখবর হতে পারে।