হৃদরোগে আক্রান্ত বলিউডে খ্যাতনামা কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা।
আপতত আশঙ্কাজনক অবস্থায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন রোমো। শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সংবাদমাধ্যমকে তাঁর অসুস্থতার খবর জানান রেমোর পরিচালক-কোরিওগ্রাফার বন্ধু আহমেদ খান। ইতিমধ্যেই রেমোর অ্যানজিওপ্লাস্টি সার্জারি করা হয়েছে। হাসপাতালে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী লিজেলা।
উল্লেখ্য, রেমো পরিচালিত সর্বশেষ ছবি স্ট্রিট ডান্সার থ্রিডি। ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন বরুণ ধওয়ান ও শ্রদ্ধা কাপুর। মূলত জি টিভির রিয়ালিটি শো ডান্স ইন্ডিয়া ডান্সের বিচারক হিসাবে লাইমলাইটে উঠে আসেন রোমো। দু-দশকেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। ‘কিক’, ‘জিরো’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘বাজিরাও মস্তানি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো সফল ছবিতে কোরিওগ্রাফি করেছেন তিনি। এর পাশাপাশি বাংলা ছবি ‘লাল পাহাড়ের কথা’ দিয়ে ২০০৭ সালে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন রেমো। পরে ‘এ বি সি ডি’ (এনিবডি ক্যান ড্যান্স), ‘এ বি সি ডি ২’, ‘স্ট্রিট ড্যান্সার’, ‘রেস ৩’-র মতো ছবি উপহার দেন দর্শকদের। জানা যাচ্ছে, ৪৬ বছর বয়সি কোরিওগ্রাফারের হার্টে ব্লকেজ থাকায় সমস্যার সৃষ্টি হয়। তবে এখন কিছুটা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।