Read Time:1 Minute, 19 Second
জাপানে আসতে চলেছে ভয়াবহ টাইফুন হাইশেন । এটাকেই সবচেয়ে শক্তিশালী টাইফুন বলেই মনে করছেন আবোহাওয়াবিদেরা । টাইফুনের প্রভাবে দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে শুরু হয়েছে ভারি বৃষ্টিপাত। আশঙ্কা করা হচ্ছে প্রচণ্ড ঝড়ো বাতাস, ভারি বৃষ্টিপাত, উঁচু ঢেউ ও জলোচ্ছ্বাসের । যার জন্য জাপানে ৭০ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশদেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেকেই মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর আগে জাপানের পশ্চিমাঞ্চলীয় কিউশু অতিক্রম করবে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া দফতর জাপানিজ মেটারেওলজিক্যাল এজেন্সি। টাইফুন হাইশেন ওকিনাওয়ায় এবং পরে আমামি অঞ্চলের কাছাকাছি এগিয়ে যাওয়ার সময় ভয়ংকর রূপ নিতে পারে বলে জানিয়েছেন জাপানের আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা।

