সুখবর! বাবা হতে চলেছেন পপ তারকা জাস্টিন বিবার। এম ভারত নিউজ

admin

স্বাভাবিক ভাবেই এই খবর ছিল জাস্টিন অনুরাগীদের কাছে অপ্রত্যাশিত

0 0
Read Time:3 Minute, 33 Second

বাবা হতে চলেছেন পপ তারকা জাস্টিন বিবার। ২০১৮ সালে মার্কিন মডেল হেইলিকে বিয়ে করেন জাস্টিন। যদিও এতদিন খবরটি গোপনেই রেখেছিলেন তারকা দম্পতি। জাস্টিন-হেইলির দাম্পত্যের বয়স পাঁচ বছর পেরিয়েছে। এ বার তাঁদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। যদিও জাস্টিন বা হেইলির কেউ-ই এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে, আলোকচিত্রীদের চোখ এড়িয়ে যাওয়া এত সহজ নয়। না চাইতেও তাঁদের ক্যামেরায় ধরা প়ড়ে হেইলির বেবিবাম্প।

সম্প্রতি জাস্টিনের সঙ্গে একটি অনুষ্ঠানে যান হেইলি। পরনে কালো ক্রপ টপ ও প্যান্ট। স্বাভাবিক ভাবে নজর পড়ে যায় গায়ক পত্নীর বেবিবাম্পের দিকে। যদিও শো শেষে হেঁটে বাইরে বেরোনোর সময় আলোকচিত্রী দেখা মাত্রই স্ত্রীকে আড়াল করার চেষ্টা করেন গায়ক। তবে তার আগেই ছড়িয়ে পড়ে ছবি। স্বাভাবিক ভাবেই এই খবর ছিল জাস্টিন অনুরাগীদের কাছে অপ্রত্যাশিত। নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকীতেও তাঁদের দাম্পত্য জীবনের কথা প্রকাশ্যে বলেন তারকা পত্নী। জাস্টিনের সঙ্গে বিয়ের পর থেকে গোটাটাই সিনেমার মতোই কাটছে তাঁর, জানিয়েছিলেন হেইলি।

তবে দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে জাস্টিন জানান, তিনি বাবা হতে চান। অবশেষে গায়কের সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। ২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজ়ের। ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন। লোকে বলে, গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ়ের থেকে জাস্টিনকে ছিনিয়ে এনেছেন তিনিই। সে সব নিয়ে যদিও মুখ খোলেননি হেইলি। যদিও সম্প্রতি হেইলি-সেলেনার সৌজন্য বিনিময় প্রকাশ্যে আসে।

ফেব্রুয়ারিতে, দম্পতি অবকাশ যাপনের সময় তাঁদের বন্ধুর নবজাতকের সঙ্গে ছবি তোলেন। অভিনেতা স্টিফেন বাল্ডউইনের মেয়েকে স্থানীয় রেস্তোরাঁয় বসে আদর করতেও দেখা গিয়েছে তাঁদের। তখনই অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু, এবার কি তারকা জুটিও মা-বাবা হবেন? পরে হেইলি এক সাক্ষাৎকারে জানান, তিনি পাগলের মতো বাচ্চা ভালবাসেন। কিন্তু মা হতে খুব ভয় তাঁর। তাই চাইলেও এই পথে হাঁটতে ভয় তাঁর। পাশাপাশি এও দাবি, সন্তানের জন্য তাঁরা নিজেদের প্রস্তুত করছেন। জন্মের পর সদ্যজাত যেন পৃথিবীর সব সুখ পায়, সেটাই তাঁদের একমাত্র লক্ষ্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দুর্নীতি রুখতে রাজভবনেই 'অ্যান্টি কোরাপশন সেল'। কি বলছেন রাজ্যপাল? এম ভারত নিউজ

অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে ইতিমধ্যেই উষ্মাপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Subscribe US Now

error: Content Protected