মোদির বিরুদ্ধে প্রতিবেদন লিখে বিপাকে নেতা। এম ভারত নিউজ

admin

পালটা রাউত বিজেপির বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ তুলেছেন

0 0
Read Time:2 Minute, 54 Second

মহারাষ্ট্রে মারাঠি ভাষায় প্রকাশিত পত্রিকা ‘সামনা’য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর নিবন্ধের অভিযোগ উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে। রাউতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করল বিজেপি। মঙ্গলবার প্রশাসনের এক উর্ধতন কর্তৃপক্ষ জানিয়েছেন, ইয়াবতমাল কো-অর্ডিনেটর নীতিন ভুটাদা রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউতের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন।

শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে দলের মুখপত্র ‘সামনা’-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একটি আপত্তিকর নিবন্ধ লেখার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং অন্যান্য অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে। ভুটাদার অভিযোগ, রাউত গত ১০ ডিসেম্বর মোদির বিরুদ্ধে ‘সামনা’য় আপত্তিকর নিবন্ধ লেখেন। পালটা রাউত বিজেপির বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ তুলেছেন। সঞ্জয় রাউত বলেন, ‘বিজেপির এই ব্যাপারে কোনও কিছু বলার অধিকার নেই। বিজেপি নিজেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির দেশে জরুরি অবস্থা জারি নিয়ে বার-বার প্রশ্ন তুলেছে। সামনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’

সোমবার ইয়াবতমালের উমরখেদ থানায় সঞ্জয় রাউতের বিরুদ্ধে ১২৪ (এ) (রাষ্ট্রদ্রোহ), ১৫৩ (এ) (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারায় (শ্রেণির মধ্যে শত্রুতা, ঘৃণা বা অস্বাভাবিকতা তৈরি বা প্রচার করা বিবৃতি) ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে, তদন্ত হবে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ব্যাংক জালিয়াতির মামলায় বাজেয়াপ্ত ৬৪,৯২০ কোটি!, ইডির জালে ১৫০ জন। এম ভারত নিউজ

ইচ্ছাকৃত খেলাপি সহ প্রায় ১১০৫টি ব্যাংক জালিয়াতির মামলা গ্রহণ করা হয়েছে

Subscribe US Now

error: Content Protected