0
0
Read Time:1 Minute, 18 Second
ভারত-পাক সীমান্তে শান্তির ছবি, কার্যকর হল সংঘর্ষ বিরতি চুক্তি। এতদিন শান্তির ঘুম নষ্ট করে গোলাগুলি চলত যখন তখন । যার জেরে প্রাণ হারিয়েছেন বহু সৈনিক । তবে এবার কিছুটা হলেও স্বস্তির আশ্বাস পাওয়া গেল । গত বুধবার রাতে নিয়ন্ত্রণরেখা বা LoC (Line of Control) বরাবর সংঘর্ষ বিরতি চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ । সেই মতই গোলাগুলি বন্ধ রয়েছে সীমান্তে । ভারত ও পাকিস্তানের বাহিনীর ডিরেক্টর জেনারেল যৌথ বিবৃতিতে এই চুক্তির বিষয়ে সম্মতি জানিয়েছেন। এরপর সোমবার ভারত ও পাকিস্তানের ডিজিএমও-র মধ্যে আভ্যন্তরীণ বৈঠক হতে চলেছে । যদিও দুই দেশের মধ্যে ‘হটলাইনে’র মাধ্যমে যোগাযোগ থাকবে সব সময়ে । প্রতিনিয়ত নিয়ন্ত্রণরেখা সামরিক পরিস্থিতি নজরে রাখা হবে যাতে স্থিতাবস্থা ও শান্তি বজায় থাকে।