দেশজুড়ে ক্রমশ বাড়ছে অতিমারির দ্বিতীয় পর্যায়। পাশাপাশি নাজেহাল গোটা বিশ্ব, এমন পরিস্থিতি মোকাবেলার স্বার্থে রাজ্যে সরকারি, বেসরকারি উদ্যোগে দেওয়া হচ্ছে করোনার টিকা। মূলত এই মুহূর্তে প্রবীণ নাগরিকদেরই করোনার টিকা দেওয়া হচ্ছে। করোনার ঢেউ আছড়ে পড়েছে বাংলায়, ইতিমধ্যে সংক্রমণের মাত্রা বেড়েছে শহর কলকাতাতেও। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সারা দেশে তাই টিকাকরণ চলছে। এই পরিস্থিতিতে দত্তাবাদ বস্তির ১০০ জন দুঃস্থ প্রবীণ নাগরিককে করোনার টিকা দেওয়ানোর ব্যবস্থা করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ঋতাভরী আগাগোড়াই নিজের জনমুখী সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষের মন জয় করেছেন। তাঁর নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। প্রায়ই মূক-বধির শিশুদের পাশে তাঁকে পাওয়া যায়।
দত্তাবাদ বস্তির ১০০ জন দুঃস্থ প্রবীণ নাগরিককে করোনার টিকা দেওয়ানোর ব্যবস্থা করলেন ঋতাভরী চক্রবর্তী। বন্ধু রাহুল দাশগুপ্তকে সঙ্গে নিয়ে শনিবার ঋতাভরী শহরের এক বেসরকারি হাসপাতালে এই টিকাকরণের ব্যবস্থা করেন। এই পুরো টিকাকরণের একটি ছোট্ট ভিডিয়ো ইতিমধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে দাঁড়িয়ে থেকে ঋতাভরীকে তদারকি করতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, বন্ধু রাহুলের পাশাপাশি তাঁর মা শতরূপা সান্যাল পাশে না থাকলে তিনি এই উদ্যোগে সফল হতেন না। পাশাপাশি ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।