সাম্প্রতিক একটি সাংবাদিক সম্মেলনের বৈঠকে রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, রাশিয়ার ওপর নতুন করে কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হলে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে তৈরি রয়েছে রাশিয়া। আজই রাশিয়ার একটি বিদেশ মন্ত্রক সংক্রান্ত ওয়েবসাইটে এমনই একটি হুঁশিয়ারি জারি করলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সাথে অন্যান্য দেশ গুলির সম্পর্কে কিছুটা নড়বড়ে । কারণ রাশিয়ার সরকারের বিরোধী নেতা আলেক্সাই নাভালনিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ধরনের হুঁশিয়ারি কেবলমাত্র এই কারণেই নয় ,পাশাপাশি রাশিয়ার সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ার বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে থাকে ইউরোপ ।তাই কিছুটা বিরক্ত হয়েই এরকম ভয়ানক হুঁশিয়ারি জারি করলেন রাশিয়ার বিদেশমন্ত্রক।

তবে হঠাৎই নিষেধাজ্ঞার আশঙ্কা করা নিয়ে প্রশ্ন করা হলে রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে যদি তাদের দেশে অন্য কোনো বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়, তাহলে তাঁরা সম্পূর্ণভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করতে প্রস্তুত আছেন। তারা নিজেদের দেশকে অন্যান্য দেশগুলো থেকে গুটিয়ে নিচ্ছেন তা নয়, তবে প্রয়োজন পড়লে সেটা করতেও রাজী আছেন তাঁরা।
শুধু তাই নয় ইউরোপীয় ইউনিয়ন গুলির বিভিন্ন দেশের উপর অভিযোগ আছে রাশিয়ার । ওদিকে রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যাতেও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর হস্তক্ষেপ দেখতে পাওয়া গেছে ইতিমধ্যেই। সম্ভবত সেই কারণেই এরকম ভয়ানক হুঁশিয়ারি জারি করা হলো রাশিয়ার তরফ থেকে, ঠিক এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।