Read Time:1 Minute, 25 Second

২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৯২ হাজার ৭১ জন । মৃত্যু হয়েছে ১১৩৬ জনের । সুস্থ হয়েছেন ৭৭,৫১২ জন । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮,৪৬,৪২৭ । দেশে মোট মৃতের সংখ্যা ৭৯,৭২২ । সুস্থ ৩৭,৮০,১০৭ জন মানুষ । এই মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ৯,৮৬,৫৯৮ । দেশে মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫.৬২ কোটি। সুস্থতার হার প্রায় ৭৮ শতাংশ। আর মৃত্যুহার ১.৬৪ শতাংশ।

বিশ্বে ব্রাজিলকে ছাপিয়ে সংক্রমণ এবং মৃতের সংখ্যায় এগিয়ে ভারত। শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । দেশে মে মাসে যেখানে সুস্থ হওয়া রোগির সংখ্যা ছিল ৫০ হাজার, সেখানে সেপ্টেম্বর মাসে সুস্থ হওয়া রোগির মোট সংখ্যা ৩৬ লক্ষ। প্রতিদিন এখন সুস্থ হচ্ছেন ৭০ হাজার রোগী, যা রেকর্ড। মোট আক্রান্তের সংখ্যার এক চতুর্থাংশ সুস্থ হচ্ছেন প্রতিদিন, এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ।