দীর্ঘ ৮ মাস পর অবশেষে খুলতে চলেছে শিবপুর বি-গার্ডেন । এতদিন রাজ্য সরকারের অনুমতি না মেলায় বন্ধই ছিল বোটানিকাল গার্ডেন । একদিকে করোনার উৎপাত, অন্যদিকে আমফানের দাপট, সবমিলিয়ে গার্ডেনেরও ক্ষতি হয়ছিল বেশ ভালোই । সেই সব দিক সামলে এবার আগামী ডিসেম্বর মাস থেকে খুলতে চলেছে দেশের পাশাপাশি এরাজ্যের গর্ব হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেন। করোনা কারণে দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ বহু ভ্রমণ কেন্দ্র । যান চলাচল কিছুটা সাভাবিক হলেও সোশাল ডিস্টেন্সিং-এর জন্যে কোন ভ্রমণ কেন্দ্র সেই ভাবে এখনও খোলা হয়নি ।

দীর্ঘ দিন ঘরবন্দি হয়ে হাঁপিয়ে উঠেছেন সকলে । লকডাউনের পর নিউ নর্মাল লাইফস্টাইলে বাঙ্গালির ঘুরতে যাওয়াটা কোথাও যেন বাদ পড়ে যাচ্ছিল । বর্তমানে করোনা সংক্রমণ কিছুটা হলেও ঠেকাতে পেরেছে রাজ্য, কমছে দৈনিক সংক্রমণের হার । এই পরিস্থিতিতে পরিবেশ বান্ধব এই বি-গার্ডেন খুলে যাওয়ায় কার্যত খুশিই সাধারন মানুষ থেকে একাধিক পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমস্ত রকমের প্রস্তুতি, চলছে গার্ডেন স্যানিটাইজেশনের কাজ । পাশাপাশি আমফানে ক্ষতিগ্রস্থ বহু দুস্পাপ্য গাছের পরিচর্যা ও রক্ষনাবেক্ষনও শেষ পর্যায়ে । শবপুর বি- গার্ডেন খুললেও থাকবে বিশেষ কয়েকটি নির্দেশাবলী । ভেতরে ঢুকতে গেলে যা বশ্যই মেনে চলতে হবে । ভেতরে প্রতিদিনই চলবে জীবানু মুক্ত করা কাজ ।
