করোনাকে উপেক্ষা করেই পালিত হচ্ছে টুসু উৎসব । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 56 Second

মকর সংক্রান্তির পূন্য লগ্ন জুড়ে বাঁকুড়া সহ মেদনীপুর ও রাঢ়বঙ্গ মেতে উঠেছে টুসু উৎসব এর আনন্দে। করোনার এই ভয়াবহ কালে, বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়া, শুশনিডাঙ্গা সহ বেশ কিছু গ্রামে গিয়ে দেখা গেল টুসু পরবের আনন্দে মশগুল আট থেকে আশি সকলেই।

টুসু উৎসব এর নামকরণ এর পেছনে রয়েছে বিভিন্ন ব্যাখ্যা। কোথাও মনে করা হয় টুসু শব্দটি এসেছে সুদূর নক্ষত্র থেকে অথবা কোথাও মনে করা হয়, টুসু শব্দটির অর্থ হলো ছোট মেয়ে /ছোট পুতুল। সুকুমার সেন বলেছেন ” টুসু উৎসব তিষ্য নক্ষত্রে অনুষ্ঠিত শস্যোৎসবের প্রবহমান ধারা”।

টুসু পুজো বা উৎসবের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই।তাই পুরোহিত লাগে না এই পুজোয়।বাড়ির মেয়েরা নিজেরাই গানের মাধ্যমে আরাধনা করে টুসুর। লোক শিল্পের ইতিহাসে টুসু পরব একটি বিশেষ রিতি । সাধারণত গ্রামের মাধ্যমে কুমারী মেয়েদের কে পুজো করা হয়ে থাকে এই উৎসবে বিসর্জনের দিন দুঃখের ছায়া নেমে আসে তাদের মুখে। উৎসবের বিশেষ বৈশিষ্ট্য তাদের গান, যা টুসু গান নামেই পরিচিত বিশ্বের দরবারে। এমনকি টুসু উৎসবের শেষ দিনে সকল গ্রামের মহিলারা রংবেরঙের কাগজের তৈরি মন্ডপ নিয়ে পুকুর ঘাটে পৌঁছে যান এবং চোখে অশ্রু নিয়ে তা বিসর্জন দিয়ে দেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভাতা বাড়ানো হলো পুর-স্বাস্থ্যকর্মীদের । এম ভারত নিউজ

করণা পরিস্থিতিতে ফ্রন্টলাইনার হয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন পুরো স্বাস্থ্যকর্মীরা। রাজ্যের মোট 118 টি পৌরসভা এবং সাতটি মিউনিসিপাল কর্পোরেশনের মোট 30 হাজারেরও বেশি স্বাস্থ্য কর্মীদের ভাতা বাড়ানো হচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে। করণা মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করায় রাজ্যেরও তাদের প্রতি এক দায়ভার থেকে যাচ্ছে বলে মনে করেন রাজ্য সরকার […]

Subscribe US Now

error: Content Protected