দুয়ারে রেশন কর্মসূচি শুরু করতে ফের সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এবার দুয়ারের রেশন কর্মসূচি চালু করতে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের কাছে আবেদন জানান আরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত উল্লেখ্য বাংলায় দুয়ারে রেশন কর্মসূচি শুরু হওয়ার পরই, রাজধানীতেও এই কর্মসূচি সূত্রপাতের কথা জানানো হয়েছিল। তবে তা ঘোষণা করা দুসপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পাইলট প্রজেক্ট বাতিল করে দেওয়া হয়।
কেন্দ্র সরকারের তরফে এই বিষয়ে বলা হয়েছিল, যে দিল্লি সরকার এই বিষয়ে কেন্দ্রের কাছ থেকে যথাযথ অনুমোদন না নেওয়ার কারণেই এই পায়লট প্রজেক্ট বাতিল করা হচ্ছে। ইতিমধ্যেই লেফটেন্যান্ট গভর্নরের কাছে এই বিষয়ে যথাযথ কাগজপত্র জমা দিয়ে আরবিন্দ কেজরিওয়াল জানান কেন্দ্রের তরফ থেকে উত্থাপিত সমস্ত আপত্তি ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে। এছাড়াও উচ্চ আদালতের তরফে এই বিষয়ে কোনও রকম কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে ?এই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য গত ৭ই জুন থেকে এই প্রকল্পটি শুরু হওয়ার কথা ছিল । তবে কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা জেরেই তা বন্ধ হয়ে যায়। এছাড়াও তিনি বলেন, “দিল্লির দুয়ারে রেশন প্রকল্প শুরু হওয়ার ঠিক দু’দিন আগেই কেন্দ্র সরকারের তরফে এই সিদ্ধান্ত নাকচ করা হয় । যদিও সাংবিধানিক নিয়ম অনুসারে দিল্লি সরকারের দুয়ারে রেশন প্রকল্প চালু করতে কেন্দ্রীয় সরকারের কোনো রকম কোনো অনুমোদনের প্রয়োজন নেই। ” ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে তোলা প্রকল্পের নাম ভিত্তিক সমস্যার সমাধান করা হয়েছে গত মার্চেই, বলেই জানান তিনি।