Read Time:1 Minute, 23 Second
নিজস্ব প্রতিনিধি, বীরভূম: রাজ্যে করোনা রুগীর সংখ্যা বাড়লেও সকাল সকাল রঙের উৎসবে মেতেছে রাজ্যবাসী, এরই পাশাপাশি সব প্রার্থীরাই এই দিনটিতে প্রচারে কোনো খামতি রাখতে চাইছেন না।তাই এবার রং খেলার মাধ্যমে ভোটের প্রচারে শামিল বীরভূমের রামপুরহাটের বিজেপি প্রার্থী শুভাশিস চৌধুরী।

আজ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর দোল উৎসব উদযাপন সমিতির সকল সদস্য রামপুরহাট শহর পরিক্রমা করে দোল উৎসবে মেতে উঠেন এবং তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভাশিস চৌধুরী দোল উৎসবে মেতে ওঠেন এবং আবির খেলায় মধ্যে দিয়ে সকল রামপুরহাট শহরবাসীর সঙ্গে দোল উৎসব পালন করেন।
বীরভূমকে এমনিতে বলা হয় বীরভূমের তৃণমূল জেলাসভাপতি অনুব্রত মণ্ডলের শক্ত গড়। এবার সেই গড়ে শুভাশিস চৌধুরি পদ্ম ফোটাতে সক্ষম হন কিনা,সেটাই দেখার।