Read Time:1 Minute, 3 Second

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ চায়ের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকায়। বৃহস্পতিবার সকালে চায়ের দোকানটিতে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। তারাই নন্দকুমার থানায় খবর দেয়। খবর দেওয়া হয় দমকলেও। স্থানীয়রা প্রথমে জল ছিটিয়ে নেভানোর চেষ্টা করে। পরে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার থেকে কোনওভাবে গ্যাস লিক করেই আগুন লেগে গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে আহত হন দোকানের একজন। পুড়ে গিয়েছে দোকানের বেশিরভাগ সামগ্রীই।