Read Time:52 Second
ধোনির অবসর ঘোষণার পরেই মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালের ফাইনালে শ্রীলঙ্কার বোলার নুয়ান কুলশেখরার বিপক্ষে ধোনির বিশ্বকাপজয়ী ছক্কাটি এসে পড়েছিল যে চেয়ারটিতে সেটিকে মাহির নামেই নামাঙ্কিত করার দাবি উঠল । মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অজিঙ্কা নায়েক মহেন্দ্র সিং ধোনির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর জন্য ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের কথা মাথায় রেখে এই প্রস্তাব জানিয়ে এমসিএকে একটি চিঠি লিখেছেন ।
