নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সংগঠনকে মজুবত করতে চাইছে রাজ্যের গেরুয়া শিবির। সেই অনুযায়ী গ্রামীণ হাওড়া জেলা যুবমোর্চার সংগঠনকে ঢেলে সাজাতে ফের যুব মোর্চার জেলা সভাপতি করা হল উমাশঙ্কর হালদারকেই। জেলা বিজেপি সূত্রে এমনই খবর।
বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি পদে সৌমিত্র খাঁ বসার পর গ্রামীণ বিজেপির যুব মোর্চার সভাপতি উমাশঙ্কর হালদারকে সরিয়ে বাগনানের বিজেপি যুব মোর্চার নেতা প্রেমাংশু রানাকে সেই পদে বসানো হয়। যদিও পরে প্রেমাংশুকে নিয়ে দলের অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি হস্তক্ষেপ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই মত বৃহস্পতিবার পুনরায় উমাশঙ্করকেই গ্রামীণ বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি করা হল। অন্যদিকে, প্রেমাংশুকে যুব মোর্চার জেনারেল সেক্রেটারি করা হয়।
এদিকে, পুনরায় উমাশঙ্করকে আগের পদে ফিরিয়ে আনায় খুশি দলের একাংশ। এদিন এপ্রসঙ্গে উমাশঙ্কর হালদার বলেন,”কোনো গোষ্ঠীদ্বন্ধ দলের মধ্যে নেই। দল আমাকে সরে যেতে বলেছিল সরে গিয়েছিলাম। আবার দল পুনরায় দায়িত্ব দিয়েছে। সেইমত আমি সংগঠনের কাজ দেখভাল করব”। একইসঙ্গে তিনি কর্মী ও জনগণের পাশে থাকার আশ্বাসও দেন।