ভারতীয় সেনাদের সঙ্গে এবারও দীপাবলি উদযাপন করতে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দীপাবলির ছুটিতে বাড়ি যেতে পারেন না ভারতীয় সেনারা। ছুটির জন্য আবেদন করলেও অপেক্ষা করতে হয় দীর্ঘদিন।আর সেই কারণে তাঁদের সঙ্গে দীপাবলীর ছুটি কাটাতে পৌঁছে যান দেশের প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, এবার ভারতীয় নিয়ন্ত্রণ রেখার কাছে নওশেরা সেক্টরের সেনা কর্মীদের সঙ্গে আজ দীপাবলি উদযাপন করেছেন তিনি। সেখানে সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন যে তিনি তাদের পরিবারের একজন হয়ে এসেছেন । এও বলেন, ভারতবাসীর আশীস নিয়ে এসেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য,এই প্রথম নয়, এর আগেও সেনা কর্মীদের সঙ্গে এই বিশেষ দিন উদযাপন করতে দেখা গিয়েছিল তাঁকে । তবে এবার দ্বিতীয়বারের জন্য নওশেরা সেক্টরের সেনা কর্মীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৯ সালে , রাজৌরি সেক্টরে সেনা কর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল ওই এলাকার জওয়ানদের সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। মূলত গত কয়েক সপ্তাহের মধ্যেই, উত্তপ্ত জম্মু-কাশ্মীরের শহীদ হয়েছেন ১১ জন ভারতীয় সেনা । আজ দীপাবলি উদযাপনের পাশাপাশি শহীদদের শ্রদ্ধা জানাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।তিনি বলেন, “আমাদের জওয়ানরাই হলেন ভারত মায়ের একমাত্র সুরক্ষা কবচ। আপনাদের জন্যই ভারতের প্রত্যেকটি দেশবাসী রাত্রে শান্তিতে ঘুমতে পারে।”