সুস্থতার পথে দেশ, উল্লেখযোগ্যভাবে কমল দৈনিক সংক্রমন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

অবশেষে সুস্থতার পথে ভারত। পরপর বেশ কয়েকদিন ধরে নিম্নমুখী করোনা গ্রাফ। মাত্র মাস খানেক আগেই প্রতিদিন যেখানে ৪লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছিলেন সেই সংখ্যাটা এখন নামতে নামতে এসে দাঁড়িয়েছে দেড় লক্ষের কাছাকাছিতে। কমছে মৃত্যুর সংখ্যাও। শনিবার ২৪ ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়েছেন ১লক্ষ ৬৫হাজার মানুষ। উদ্বেগ কমিয়ে এই মুহুর্তে দেশের সুস্থতার হার ৯১.২৫%।রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন । এই নিয়ে টানা চারদিন ২ লক্ষের অনেক নিচে থামল দৈনিক সংক্রমণ। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০ জন।আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৬০ জনের। দেশে উল্লেখযোগ্য ভাবে কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। ইতিমধ্যেই টিকাকরণ করা হয়েছে ২১কোটি ২০লক্ষ ৬৬হাজার ৬১৬জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ৭৬ হাজার ৩০৭ জন, যা দৈনিক আক্রান্তের তুলনায় প্রায় ১লক্ষ বেশি। এই নিয়ে লাগাতার ১৭ দিন ধরে আক্রান্তের তুলনায় বাড়ল সুস্থতার হার। এহেন তথ্যপ্রমাণের ভিত্তিতে আবারও সুস্থ হয়ে ওঠার আশার আলো দেখতে শুরু করেছে দেশবাসী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পিপিই পরে মৃতদেহ ভাসানো হচ্ছে নদীতে। প্রকাশ্যে এল ছবি। এম ভারত নিউজ

সম্প্রতি গঙ্গা-যমুনায় ভেসে আসা করোনা আক্রান্তদের পচা গলা মৃতদেহের ছবি প্রকাশ্যে আসতে শিউরে উঠেছিল দেশ। প্রথম থেকেই অভিযোগের তীর ছিল যোগী রাজ্যের দিকে। অভিযোগ ওঠে মৃতদেহ সৎকার করার উপযুক্ত পরিকাঠামো না থাকায় প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই করোনায় মৃত দেহগুলিকে নদীতে ভাসিয়ে দিচ্ছিল যোগী সরকার। এতদিন ছিল শুধুই অভিযোগ, এবার সামনে এল […]

Subscribe US Now

error: Content Protected