BREAKING : পৃথিবীকে চিরবিদায় জানালেন ফুটবলের রাজপুত্র মারাদোনা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 22 Second

হৃদরোগে আক্রান্ত হয়ে চিরকালের জন্য বিদায় নিলেন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মারাদোনা। বয়স হয়েছিল ৬০ বছর। আর্জেন্টিনার এই প্রবীণ খেলোয়াড় ফুটবলের ভগবান হিসেবেও পরিচিত।

দুই সপ্তাহ আগেই হার্টঅ্যাটার্ক হয় তাঁর। সাথে সাথেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মস্তিষ্কে রক্ত জমাট বাধার পর অস্ত্রপ্রচার হলে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু দ্বিতীয় বার হার্টঅ্যাটার্ক হওয়ায়ে হার মানতে হয়ে ফুটবলের রাজপুত্রকে।

১৯৮৬ সালে ফুটবলের বিশ্বকাপ আর্জেন্টিনার দখলে আসে তাঁরই হাত ধরে। তিনি ফুটবল খেলেছেন বোকা জুনিয়ার্স, নাপোলি এবং বার্সালোনা, এই তিনটি ক্লাবের হয়ে। মারাদোনার মৃত্যুতে শোকস্তব্ধ সারা দুনিয়ার ফুটবলপ্রেমীরা। তার এই অকস্মাৎ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেনা ভক্তরা।

তাঁর ব্যাক্তিগত জীবন ছিল বিতর্কে মোড়া। কখনো মারিউয়ানা তো কখনো অতিরিক্ত মদ্যপানের জন্য শিরোনামে এসেছেন বহুবার। আর সবচেয়ে বেশী বিতর্ক রয়েছে তার বেহিসাবী হওয়া নিয়ে। মাঝখানে তার ওজন এতোটাই বেড়ে গিয়েছিল যে তা কমানোর জন্যও অস্ত্রপ্রচার করাতে হয়েছিল। ২০০০ সালে অতিরিক্ত কোকেন নেওয়ার জন্যও তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

একথা বলা বাহুল্য যে বাংলার সাথে তিনি নিজেকে জড়িয়েছেন একাধিকবার। কলকাতার সাথে তার আন্তরিক সম্পর্কের সুবাদে ফুটবলপ্রেমী বাঙ্গালীর ঘরেরই মানুষ হয়ে উঠেছেন তিনি। ফুটবলের জাদুকরের প্রয়াণে তাই বাঙ্গালীর মন আজ ভারাক্রান্ত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বনধ পালনে বদ্ধপরিকর বাম-কংগ্রেস, সহযোগিতা পুলিশেরও । এম ভারত নিউজ

বাম কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলির ডাকা সাত দফা দাবিতে দেশজুড়ে চলছে বনধ। বনধের কমবেশি প্রভাব পড়েছে রাজ্যের জেলাগুলিতেও। এদিকে বনধ সমর্থন করতে সকাল থেকেই তত্পর বনধ সমর্থনকারীরা। রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় তারা। এদিন সকালে বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায় পিকেটিং করে বনধ সমর্থনকারীরা। পাশাপাশি বিভিন্ন জায়গায় মিছিল করে তারা। সকাল […]

Subscribe US Now

error: Content Protected