আজ জঙ্গলমহলে জোড়া সভা শাহের । সকালে ঝাড়গ্রাম এবং দুপুরে বাঁকুড়ায় সভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী । গতকালই রাজ্যে এসেছেন শাহ । কলকাতা বিমানবন্দরে নেমে সোজা তিনি চলে গিয়েছিলেন খড়গপুরে । সেখানে বিজেপি প্রার্থী হিরণের সঙ্গে প্রচার শো সারেন । তারপরে আজ সকালেই তিনি সভা করছেন ঝাড়গ্রামে । আজ সোমবার সকালে ঝাড়গ্রামের সার্কাস ময়দানে দলের প্রকাশ্য সভায় বক্তব্য রাখবেন শাহ ৷ ঝাড়গ্রাম, নয়াগ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের দলের প্রার্থীদের সমর্থনে প্রকাশ্য সভা করবেন অমিত শাহ । সভা সেরে এদিন দুপুরেই বাঁকুড়ায় যাবেন শাহ ৷ প্রার্থী ক্ষুদিরাম টুডুর সমর্থনে রানিবাঁধে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন তিনি ।
উল্লেখ্য বঙ্গে নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ । বিজেপির এখন অয়াখির চোখ বঙ্গ বিধানসভা নির্বাচন । তাই একের পর এক বিজেপি নেট বার বার বঙ্গে আসছেন বাংলার মানুষের মন জয় করতে । অন্যদিকে রাজ্য বিজেপি নেতৃত্বও কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে । আর এদিকে রাজ্যের বর্তমান শাসকদল আরও এক বারের জন্যে বাংলার মসনদে বসার জন্য যান প্রাণ দিয়ে লড়ছে ।