বছর শেষে হাসি ফুটলো দেশবাসীর মুখে , শেষ দিনেই জমা দিতে হচ্ছে না ব্যক্তিগত আইকর । আপাতত বেশ কিছুদিনের জন্য বাড়ানো হলো আইকর পরিষদের মেয়াদ। সূত্রে জানা গেছে এই ব্যক্তিগত আয়কর রিটার্নের মেয়াদ বাড়ানো হয়েছে হয়েছে ১০ ই জানুয়ারি পর্যন্ত।

সারা দেশে করোনায় বিপর্যস্ত হয়ে সাধারণ মানুষের আর্থিক ক্ষয়ক্ষতির শেষ নেই, হয়তো এই বিষয় বিবেচনা করে পুনরায় এই সিদ্ধান্ত কেন্দ্রের। এর আগেও একবার এই সুবিধা দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফ থেকে জুন মাসের দিকে। অবশ্যই নিশ্চিত করে বলা যায় সাধারণ মানুষ এই সিদ্ধান্তে বেজায় খুশি । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ বিষয়ে বিশদ তথ্য জানবার জন্য স্থানীয় বা কেন্দ্রীয় অফিসে যোগাযোগ করবার কথা বলা হয়েছে। পাশাপাশি জানা যায় কেবলমাত্র ব্যক্তিগত আয়করই নয়, পাশাপাশি ছাড় পাওয়া যাচ্ছে ব্যবসায়ী আয়করে। সে ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে 15 ই ফেব্রুয়ারি অবদি।