জলমগ্ন তামিলনাড়ু, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ । এম ভারত নিউজ

Mbharatuser

একটানা চলছে বৃষ্টি। তার উপর বাঁধের উপর থেকে চাপ কমাতে জল ছাড়া হচ্ছে। ফলে গত কয়েক দিন ধরেই তামিলনাড়ু জলমগ্ন হয়ে রয়েছে । সূত্রের খবর, এরই মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে সেখানে । এখনও জলের তলায় চেন্নাইয়ের বেশিরভাগ অঞ্চল ।

0 0
Read Time:2 Minute, 2 Second

একটানা চলছে বৃষ্টি। তার উপর বাঁধের উপর থেকে চাপ কমাতে জল ছাড়া হচ্ছে। ফলে গত কয়েক দিন ধরেই তামিলনাড়ু জলমগ্ন হয়ে রয়েছে । সূত্রের খবর, এরই মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে সেখানে । এখনও জলের তলায় চেন্নাইয়ের বেশিরভাগ অঞ্চল । কার্যত উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় । ৭৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য । তাদের সঙ্গে উদ্ধারকাজে সহযোগিতা করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ঘনীভূত নিম্নচাপটি বৃহস্পতিবার উপকূল অতিক্রম করে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করেছে। শহরের রাস্তায় জমে থাকা জল সরানোর জন্য পাম্প ব্যবহার করা হচ্ছে এবং পরিষ্কার করা হচ্ছে ড্রেনগুলিকেও। মাইলাপুর এবং ভেলাচেরি বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে । ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে কেকে নগর এবং ক্রোমপেটে অবস্থিত হাসপাতালগুলিতে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের অন্যত্র স্থানান্তর শুরু করেছে।

রাজ্যের শীর্ষ কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বৈঠকে বসেছেন। কি করে স্বাভাবিক জীবনে ফেরা যায় তিনি সেই বিষয়ে বিপর্যয় মোকাবিলা দফতরকে নির্দেশ দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার। সরকারের তরফে ব্যবস্থা করা হয়েছে বন্যা কবলিত এলাকায় খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠানোর। সরকারি তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা রোধে ৭৭.৮% সফল কো-ভ্যাক্সিন, জানাচ্ছে গবেষণা । এম ভারত নিউজ

ভারতে করোনার প্রথম টিকা তৈরী হয়েছিল কো-ভ্যাক্সিন(Covaccine) । মারণ ভাইরাসটি প্রতিরোধে সেই টিকা ৭৭.৮% সফল। সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক জার্নাল, “দ্য ল্যানসেটে”র (The Lancet) পাতায় এমন তথ্যই উঠে এল ।

Subscribe US Now

error: Content Protected