0
0
Read Time:1 Minute, 1 Second
বিজেপির দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির যুব সভাপতি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের টেপর পাড়ার রথ তলায়। এদিন সন্ধ্যায়
দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফিরছিলেন কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি অরূপ দাস। অভিযোগ, সেইসময় বেশ কিছু দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে তাঁর ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। ভেঙে ফেলা হয় গাড়ির কাচ, মারধর করা হয় গাড়ির চালককে। মারধর করা হয় বেশ কয়েকজন বিজেপির যুব মোর্চা কর্মীদেরও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ।