এবার ফাইজার বুস্টার ডোজ আমেরিকায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 1 Second

ভয়াবহ কোভিড সংক্রমণ। তারই মাঝে আমেরিকায় ৬৫ ঊর্ধ্ব ব্যাক্তিদের জন্য রুশ ফাইজার বুস্টার ডোজের অনুমোদন মিলল ইউএস প্যানেলের পক্ষ থেকে। তবে ১৬ বছর বা তার ঊর্ধ্বে কোনো মানুষ এই টিকা পাবেন না। মহামারী বিশেষজ্ঞ,ভাইরাসবিদ, এবং গবেষক দের নিয়ে গঠিত এই প্যানেল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাড মিনিস্ট্রেশন দ্বারা পরিচালিত। শিকাগো মেডিক্যাল স্কুলের বিশারদ ডিন অর্চনা চ্যাটার্জী জানাচ্ছেন, এফডিএ সদস্য এবং অভিজ্ঞদের এই স্বাধীন পরামর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া খুব জরুরী।

অন্যদিকে ১৬ বছরের কম বয়স্ক ব্যাক্তিদের এই বুস্টার ডোজ গ্রহণে ছাড়পত্র মেলেনি তার কারণ,হার্টের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এই ডোজ। আপাতত ৩০০ জনের উপর এর ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। পর্যালোচনা না করে সিদ্ধান্ত নিতে পারবেন না। অনুমতি মিলেছে,স্বাস্থ্য কর্মী,এবং কম প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষদের জন্য,যাদের আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ভ্যাকসিন গবেষণা ও উন্নয়ন কমিটির কর্ণধার এক বিবৃতিতে জানিয়েছেন,একটি নির্দিষ্ট গোষ্ঠীর জনগণের মধ্যে এই বুস্টার ডোজের প্রয়োজনীয়তা লক্ষ্য করেছি আমরা। মারণ ভাইরাসকে পরাস্ত করার বার্তা দিলেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারতীয়দের ছবি মিমিক্রি করে হলিউড: রেয়ান রেনল্ডস । এম ভারত নিউজ

গত বৃহস্পতিবার তাঁর ভারতীয় ভক্তকুলের উদ্দেশ্যে একটি বার্তা প্রেরণ করেছেন রেয়ান রেনল্ডস। কি আছে সেই ভিডিও বার্তায়! অভিনেতা জানিয়েছেন, হলিউড এখন নকল করছে ভারতীয় হিন্দী সিনেমাকে। যেটা খুব লজ্জাজনক বলে মনে করেন তিনি। তবে নেহাত মজা করেই এই কথা বলেন রেয়ান। তাঁর এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য সদ্য মুক্তিপ্রাপ্ত “ফ্রী […]

Subscribe US Now

error: Content Protected