রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলায় জেলায় সফর করছেন রাজ্যপাল জগদীপ ধনকর। গতকাল শীতলকুচি ও কোচবিহারের বিভিন্ন এলাকা প থেকেই সফর শুরু করেছেন তিনি। শীতলকুচির পর এবার আগামীকাল রাজ্যপালের গন্তব্য নন্দীগ্রাম। আগামীকাল বিএসএফের হেলিকপ্টারে সকালেই নন্দীগ্রামে যাবেন তিনি। এলাকার ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে জানকীনাথ মন্দির পুজো দেবেন, এমনটাই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে।

বাংলায় ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে বারংবার। এই অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় সফরের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। যদিও মুখ্যমন্ত্রীকে এড়িয়ে নিজেই এহেন সিদ্ধান্ত নেওয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।গতকাল কোচবিহারে আক্রান্তদের পরিবারের সাথে দেখা করেন তিনি। কোচবিহার সফরে সারাদিন তাঁর ছায়াসঙ্গী ছিলেন বিজেপি বিধায়ক নিশীথ প্রামানিক।
প্রসঙ্গত, আজই আবার রাজ্যপালের অপসারণের দাবি তুলেছে তৃণমূল। তৃণমূল বিধায়ক সুখেন্দু শেখর রায় রাজ্যপালকে কটাক্ষ করে বলেন দিল্লির এজেন্ট তিনি। সফরে গিয়ে শুধুমাত্র বিজেপি কর্মীদের বাড়িতেই যাচ্ছেন তিনি। রাজ্যপাল হওয়ার কোনো যোগ্যতাই নেই তাঁর। যার ফলে আরো একবার চরমে ওঠে রাজনৈতিক চাপানউতোর। এরই মধ্যে আগামীকাল বাংলার রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামের যাওয়ার কথা জানালেন রাজ্যপাল। কাল কেমন হতে চলেছে নন্দীগ্রামের পরিস্থিতি সে দিকেই নজর রেখেছেন পর্যবেক্ষকদের একাংশ।