Read Time:1 Minute, 3 Second

হুগলি জেলার গোষ্ঠি কোন্দলের সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রী নিজেই মাঠে নামলেন এবার । জেলা সংগঠনকে ঠিক করতে বুধবার যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সমস্ত নেতাদের বৈঠকে ডাকা হয় । যেখানে উপস্থিত ছিলেন দিলীপ যাদব, প্রবীর ঘোষাল, অপরূপা পোদ্দার, বেচারাম মান্না-সহ আরও অনেকেই । বৈঠক চলাকালীনই ফোন আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেখানেই তিনি জানিয়ে দেন যে, এবার থেকে তিনিই হুগলি জেলার সংগঠন দেখবেন। বৈঠকের মাধ্যমে একটি কোর কমিটি গঠন করা হয়েছে যে কমিটি বৈঠক করে.কর্মসূচি ঠিক করবে এবং কোথায় কী সমস্যা হচ্ছে দেখবে ।
