0
0
Read Time:1 Minute, 22 Second
পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে । জানা গেছে তিন জন পুরুষ মিলে ওই মহিলাকে রাত্রে বেলা ধানক্ষেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে । এই কাজে তাদের সাহায্য করে এক মিহিলা । মঙ্গলবার রাতে নদনঘাট থানা এলাকার সাকড়া গ্রামের ওই মহিলা রাতের বেলা শৌচের কাজে বাইরে বেরোন, সেখান থেকে ফেরার পথেই তাঁর ঘাড়ে ধারালো অস্ত্র ধরে ওই মহিলা সহ চারজন।
এরপর তাঁকে টেনে নিয়ে মাঠে গিয়ে গণধর্ষণ করে তিন অভিযুক্ত । ধর্ষণের সময় চারজনের মুখই গামছা দিয়ে ঢাকা ছিল। সুযোগ বুঝে তিনি কোনরকমে পালিয়ে এসে সব কথা জানান । বুধবার সকালে নির্যাতিতাকে কালনা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । মহিলার অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তের মধ্যে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ । বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।