একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তৃণমূলের সুপারভাইজারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি চাপানউতোর। বাঁকুড়ার পাত্রসায়রের বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বাবুর গ্রামের ঘটনা। অভিযোগ, একশো দিনের কাজ প্রকল্পে কাজ না করিয়ে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছেন এবং সেই টাকার অর্ধেক নিজে নিয়েছেন
সুপার ভাইজার সনাতন ঘোড়ুই। এদিকে, পঞ্চায়েত প্রধানের দাবি অভিযুক্ত সুপারভাইজারই নয়।

উপভোক্তাদের অভিযোগ, কাজ চাইলেও কাজ দেয়নি। উল্টে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দিয়ে স্থানীয় তৃণমূলের নেতারা দু’হাজার টাকা তুলে নিয়েছে। এদিকে, অভিযুক্ত সুপার ভাইজার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে বলেন, অর্ধেক টাকা নিয়ে, বাকি টাকা তৃণমূল নেতৃত্বকে তিনি দিয়ে দিয়েছেন।

ঘটনায় পাত্রসায়ের বিজেপির মন্ডল দুই-এর সভাপতি তমাল কান্তি গুইয়ের অভিযোগ, বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতে জেসিবি লাগিয়ে একশো দিনের কাজ করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও কাজে না লাগিয়েও অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। সেই টাকার অর্ধেক ভাগ নিচ্ছে তৃণমূল নেতারা । যদিও বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তাপস বাড়ির পাল্টা দাবি, অভিযুক্ত ওই ব্যক্তি পঞ্চায়েতের কোন সুপারভাইজারই নন, এটা সম্পূর্ণ বিজেপির সাজানো ঘটনা।
