পুজো কমিটির পর এবার ক্লাব, বড় অনুদানের ঘোষণা রাজ্য সরকারের। এম ভারত নিউজ

admin

রাজনৈতিক প্রচার সভা ছাড়াও বাংলার আট থেকে আশি সাধারণ মানুষের…

0 0
Read Time:3 Minute, 0 Second

বিভিন্ন জনদরদী প্রকল্পের পাশাপাশি সামাজিক মানোন্নয়নে অগ্রণী ভুমিকা গ্রহণ করছে তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি দুর্গাপুজোর জন্য পুজো কমিটিগুলির অনুদান বৃদ্ধি করা হয়েছে। এবার ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন।

আগামী ১৬ আগষ্ট ‘খেলা হবে দিবস’ উপলক্ষ্যে এই অনুদান প্রদান করা হবে বলে খবর। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে খেলা হবে স্লোগান বিপুল পরিমাণে ভাইরাল হয়। রাজনৈতিক প্রচার সভা ছাড়াও বাংলার আট থেকে আশি সাধারণ মানুষের মুখেও কার্যত এই শব্দবন্ধ প্রবাদ বাক্যের মধ্যে ছড়িয়ে পড়ে। এই বিধানসভা নির্বাচনে বিরোধীদের কার্যত পর্যুদস্ত করে বিপুল জয় অর্জন করে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এরপরেই ১৬ আগষ্ট ‘খেলা হবে দিবস’ পালন করতে শুরু করে রাজ্য সরকার। সেই মতই এই বছর স্বাধীনতা দিবসের পরের দিন রাজ্যজুড়ে পালিত হবে এই দিনটি।

শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের ক্রীড়া দফতর। ‘খেলা হবে দিবসে’ রাজ্যজুড়ে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে নানা ধরনের খেলাধূলার আয়োজন করা হয়। যে সমস্ত ক্লাব ওইদিন খেলার আয়োজন করবে তাদের ১৫ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। ক্রীড়া দফতর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই অনুদান কাদের দেওয়া হবে তা নির্দিষ্ট করা হয়েছে।

এই বছর প্রতিটি জেলায় এই দিন উদযাপনের জন্য বিশেষ পরিকল্পনা করেছে রাজ্য সরকার। যার জন্য নেওয়া হয়েছে নির্দিষ্ট কর্মসূচিও। নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা ৬টি কর্পোরেশনে এই কর্মসূচি পালন করা হবে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই এই কর্মসূচি পালিত হবে। আর সমস্ত আয়োজক ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রায় রাজনীতি নয় সৌজন্য, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বাংলা! এম ভারত নিউজ

দুজনেই চূড়ান্ত বিরোধী পক্ষ, কিন্তু সৌজন্যের খামতি....

Subscribe US Now

error: Content Protected