প্রয়াত হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী প্রাক্তন বক্সার ডিংকো সিং। গতবছর করোনা আক্রান্ত হয়েছিলেন এশিয়ান গেমসের সোনাজয়ী প্রাক্তন বক্সার ডিংকো সিং। ব্যাংককে অনুষ্ঠিত ১৯৯৮ এশিয়ান গেমসে সোনা জিতে ভারতের ক্রীড়া জগতে এক কিংবদন্তি ক্রীড়াবিদের খেতাব অর্জন করেছিলেন তিনি । পরবর্তীতে তাঁর এই কৃতিত্বের জন্য তাঁকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। জানা যাচ্ছে দীর্ঘ সময় ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন এই বক্সার। এমনকি গতবার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গতবছর করোনা জয় করে ফিরতে পারলেও শেষ পর্যন্ত লিভার ক্যান্সারের কাছে পরাস্ত হতে হল এই বক্সারকে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৪২।
আজ তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর টুইটে লেখেন, ‘‘শ্রী ডিংকো সিং স্পোর্টসের একজন সুপারস্টার ছিলেন। একজন অসাধারণ বক্সার ডিংকো নিজের ক্রীড়াজীবনে প্রচুর সন্মান পেয়েছেন এবং তার সঙ্গেই বক্সিংয়ের জনপ্রিয়তা বাড়াতেও এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ওঁনার মৃত্যুসংবাদ পেয়ে খুব খারাপ লাগছে। ওঁনার পরিবার এবং অনুরাগীদের আমার সমবেদনা জানাই। ওম শান্তি’’। প্রধানমন্ত্রীর পাশাপাশি আজ তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন ভারতীয় ক্রিয়া মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি লেখেন, ‘শ্রী ডিংকো সিংয়ের মৃত্যু সংবাদ পেয়ে আমার খুবই খারাপ লাগছে। দেশের অন্যতম সেরা বক্সার ডিংকো ১৯৯৮ ব্যাংকক এশিয়ান গেমসে সোনা জেতার পর ভারতবাসী বক্সিংয়ে আগ্রহ দেখাতে শুরু করে। প্রিয়জন হারানোর পর বিধ্বস্ত ডিংকোর পরিবারকে আমি আমার সমবেদনা জানাই। শান্তিতে থেকো ডিংকো’।