সর্বোচ্চ পরিমাণ জনসাধারণকে ভ্যাকসিন দিতে হবে এমন উদ্দেশ্যেই গণ টিকাকরণ শুরু করেছিলেন সমস্ত দেশের প্রধানরা। পাশাপাশি সাধারণ মানুষকে আকৃষ্ট করা অথবা তাদের মন থেকে ভয় দূর করার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। এমনই একটি পন্থা নিল ইসরায়েল সরকার। ইসরায়েল সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যারা ভ্যাকসিন নেবেন তাদের বিনামূল্যে অ্যালকোহল সরবরাহ করা হবে। এই সিদ্ধান্তের পর আস্তে আস্তে ভ্যাক্সিনেটরের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে ইসরাইলে।

ইতিমধ্যে সমীক্ষায় জানা গেছে বিশ্বের সব দেশ যখন করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে নাকচ করছে তখন ইসরাইল এমন একটি দেশ যার প্রায় ৪৩শতাংশ জনসাধারণ ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়েছেন। পাশাপাশি আরও কয়েকটি নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার , আগামী দিনে ব্যবসায়ীদের ওপর আরো বিধিনিষেধ লাঘব করা যেতে পারে বলেই জানাচ্ছেন তাঁরা, পাশাপাশি মাস ভ্যাক্সিনেশন হয়ে গেলে খুলেযাবে সমস্ত জিম এবং পাবলিক রেস্টুরেন্ট গুলি।