নিউটাউনে আইনজীবী রজত দে হত্যাকাণ্ডে স্ত্রী অনিন্দিতার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত।
গত সোমবার অনিন্দিতাকে এই মামলায় দোষী সাব্যস্ত করে বারাসত আদালতের তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্ট। বুধবার সাজার মেয়াদ ঘোষণা করলেন বিচারক।
২০১৮ সালের ২৪ নভেম্বর নিউটাউনের ফ্ল্যাটে স্বামী রজত দের গলায় মোবাইলের চার্জার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে স্ত্রী অনিন্দিতার বিরুদ্ধে। স্বামী স্ত্রী দুজনেই আইনজীবী ছিলেন। দু’জনের একটি সন্তানও রয়েছে। ময়নাতদন্তে ধরা পড়ে রজত শ্বাসরোধ হয়ে মারা গিয়েছেন। অনিন্দিতা প্রথম থেকেই বিষয়টিকে আত্মহত্যা বলে দাবি করতে থাকেন। কিন্তু তদন্তে পুলিশ জানতে পারে— রজতের মৃত্যুর কয়েক মাস আগে থেকে দু’জনের সম্পর্ক ভাল ছিল না। তা ছাড়া রজতের মৃত্যু নিয়ে অনিন্দিতার বয়ানেও বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে পুলিশের কাছে। শেষ পর্যন্ত জেরার চাপে অনিন্দিতা রজতকে খুনের কথা স্বীকার করে নেন বলে দাবি পুলিশের। যদিও আদালতে, এমনকি শাস্তি ঘোষণার পর আদালত চত্বরে, অনিন্দিতা বার বার নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেছেন।
রজত দে হত্যাকাণ্ডে স্ত্রী অনিন্দিতাকে যাবজ্জীবন কারাদণ্ড শোনাল বারাসত আদালত । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 47 Second