রবিবারই বাবুঘাট থেকে সরছে বাস স্ট্যান্ড ? । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 21 Second

সত্যিই কি সরছে বাবুঘাট চত্বরের বাস স্ট্যান্ড, এই প্রশ্নই সম্প্রতি ঘুরপাক খাচ্ছে সবার মনে। গত ১১এপ্রিল বাবুঘাট থেকে সমস্ত বাস সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পরিবহন দপ্তর। এতে বলা হয়, আগামী ১৪ দিনের মধ্যে বাস সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যাওয়ার কথা। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের মতো একাধিক সংগঠনকে পরিবহণ দফতরের তরফে এই নিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে৷ সভাবতই এই প্রস্তাবে নাকচ করেছে বাস কর্মীরা। তাঁদের বক্তব্য, বাবুঘাট থেকে সাঁতরাগাছি পর্যন্ত অতিরিক্ত ১২ কিমি বাস চললে খরচ বাড়বে। জ্বালানির দাম ও টোলের টাকা নিয়েও উঠছে প্রশ্ন। সাঁতরাগাছিতে বাস সরাতে গেলে বদলাতে হবে রুট পারমিটও। এমনকি বাসস্ট্যান্ড সরালে বাস না চালানোর হুমকিও দেন বাসকর্মীরা। অন্যদিকে আদালতের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত বলে দাবি পরিবহন দপ্তরের। তাদের কথায়, সাঁতরাগাছিতে অনেক দিন ধরেই বাস টার্মিনাস তৈরি হয়ে পড়ে রয়েছে৷ পরিবেশ সংক্রান্ত একাধিক মামলায় বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়ালে দূষণের জন্যও বাবুঘাটের এই বাস স্ট্যান্ডকেই দায়ী করা হয়৷ বাস স্ট্যান্ড থাকায় বাবুঘাট চত্বর নোংরাও হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ৷ এর আগেও বাস স্ট্যান্ড সরানোর কথা হয়েছে তবে আজ অবধি তা কার্যকর হয়নি। এখন কি হয় সেটাই দেখার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সিবিআইকে মেইল, সময় চাইলেন অনুব্রত । এম ভারত নিউজ

ফের সিবিআই তলব এড়িয়ে গেলেন অনুব্রত। গরু পাচার এবং ভোট পরবর্তী অশান্তি মামলায় ষষ্ঠবারের জন্য অনুব্রত মন্ডলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এই নির্দেশের পর শারিরীক অসুস্থতার কারনে ৪ সপ্তাহের সময় চেয়ে অনুব্রত চিঠি পাঠিয়েছেন সিবিআইকে। সেই চিঠি সিবিআই এর দিল্লির অফিসে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, গত […]

Subscribe US Now

error: Content Protected