সুশান্ত মৃত্যু তদন্তে বার বার মুখ খুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত । বলিউড ইন্ডাস্ট্রির ভেতরকার নানা কথা তুলে ধরেন মিডিয়ার সামনে । এই প্রসঙ্গেই কয়েকদিন আগেই মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা । তাতেই চটে যান শিবসেনা নেতা সঞ্জয় রাউত । দু পক্ষের মধ্যেই চলছে বাকবিতণ্ডা । ঠিক সেই মুহূর্তে কঙ্গনা রানওয়াতের নিরাপত্তার দায়িত্ব নিল কেন্দ্র । তাঁকে গ্রেড ওয়াই নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানানো হলস্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে ।

দেশের মধ্যে মাত্র ১৫ জন এই ধরণের ‘Y’ ক্যাটাগরির সুরক্ষা পান ৷ যার মধ্যে রয়েছেন দেশের প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী ৷ আর এখন থেকে এই বিশেষ নিরাপত্তার অধীনে পড়বেন কঙ্গনাও ৷ অর্থাৎ কঙ্গনা এখন থেকে ১১ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী পাবেন তাঁর সঙ্গে । যাঁদের মধ্যে অন্তত দু’জন থাকবেন সেনাকর্মী ।উল্লেখ্য তাঁর জন্য এই বিশেষ সুরক্ষা ব্যবস্থা করায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান অভিনেত্রী ৷
