ফের জঙ্গি হামলার ইঙ্গিত কাবুল বিমানবন্দরে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 15 Second

কাবুল বিমানবন্দরে ফের জঙ্গি হামলার ইঙ্গিত দিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। জানানো হচ্ছে আগামী দু’দিনের মধ্যে ফের জঙ্গি হামলা হতে পারে কাবুল বিমানবন্দরে, এমনটাই হুঁশিয়ারি দিলেন মার্কিন রাষ্ট্রপতি। জানা যাচ্ছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই হতে পারে এই জঙ্গি হামলা। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই কাবুলে জঙ্গি হামলার ফলে মৃত্যু হয়েছে বহু মানুষের। তারমধ্যে উপস্থিত ছিলেন ১৩ জন মার্কিন সেনাও। তার প্রেক্ষিতে ইতিমধ্যেই আইএসআইএস (কে) জঙ্গি ঘাঁটিতে ড্রোন হামলা করেছিল মার্কিন সেনাবাহিনী। যার ফলে আইএসআইএস (কে)র একটি ঘাঁটি সম্পূর্ণভাবে ধুলিস্যাৎ হয়ে যায়। মার্কিন প্রশাসনের দাবি, এত সহজে এই ঘটনার নিষ্পত্তি ঘটবে না। আর সে কারণেই ফের জঙ্গি হামলা হতে পারে কাবুল বিমানবন্দরে। ইতিমধ্যেই মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিনে জঙ্গী গোষ্ঠীর তরফ থেকে কোন হামলা হলে তার প্রকৃত উত্তর দিতে তৈরি থাকবে আমেরিকাও।

মার্কিন রাষ্ট্রপতি বলেন, সে দেশে বর্তমান পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক দিকে চলে যাচ্ছে, এবং এমনকি বিমানবন্দরে জঙ্গি হামলার সম্ভবনাও এখন অত্যন্ত বেশি। সে দেশে উপস্থিত কমান্ডাররা জানিয়েছিলেন ,যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে আক্রমণের চরম সতর্কতা রয়েছে।তবে বাহিনীর সুরক্ষায় সবরকম ব্যবস্থা নেওয়া হবে মার্কিন প্রশাসনের তরফে। আমেরিকার উপর সামান্য আঘাত এলে তা মেনে নেওয়া হবে না।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যে বাড়ল কার্যত লকডাউন, বন্ধ থাকছে লোকাল ট্রেন । এম ভারত নিউজ

রাজ্যে ফের বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ। জানা যাচ্ছে, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ,এই কার্যত লকডাউনের মেয়াদ। নবান্নের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। সেক্ষেত্রে বাজার, হাট এবং অন্যান্য প্রয়োজনীয় দোকান খোলার বিষয়ে পূর্ববর্তী নিষেধাজ্ঞা জারি থাকবে। রাত্রি ১০ টা […]
state_1208

Subscribe US Now

error: Content Protected