আগামী ১৬ ই জানুয়ারি থেকে করোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। তার আগে সকল রাজ্যের মুখ্যমন্ত্রী দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিন দফায় চলবে ট্রায়াল। প্রথম দফায় বিনামূল্যে ভ্যাকসিন পাবে স্বাস্থ্যকর্মীরা। করোনাকালে স্বাস্থ্যকর্মীরা যোদ্ধার মতো দেশবাসীর সেবা করেছে তাই তাদের সম্মানে সেই ভ্যাকসিনের খরচ কেন্দ্রের, আশ্বাস দিলেন মোদি। প্রথম দফায় ভ্যাকসিন পাবে ৩ কোটিরও বেশি মানুষ। এদের মধ্যে থাকবে সেনা, সাফাই কর্মী ও হোমগার্ডরাও।
দ্বিতীয় দফায় ৫০ ঊর্ধ্ব বয়সের ব্যক্তিরা এবং ৫০ এর নিচে যাদের কোমরবিডিটির সম্ভাবনা আছে তারা এই ভ্যাকসিন পাবে। কয়েক মাসের মধ্যেই প্রায় ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র।
ভারতে ইতিমধ্যেই এমার্জেন্সি অথরাইজেশন বা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেয়েছে ভারতে সেরাম ইন্সটিটিউটে তৈরি হওয়া অক্সফোর্ডের ‘কোভ্যাক্সিন’ যা ও ভারত বায়োটেকের তৈরি ‘কোভিশিল্ড।’ ফলে এগুলি খুব তাড়াতাড়ি সাধারণ মানুষকে দেওয়ার ক্ষেত্রে অনুমোদন পাবে, এমনটাই আশা করা যায়। এক্ষেত্রে উল্লেখ্য ভ্যাকসিন দুটি “মেড ইন ইন্ডিয়া” হওয়ায় অন্যান্য দেশের ভ্যাকসিন এর তুলনায় সস্তা হওয়ার সম্ভাবনা আছে।