Read Time:1 Minute, 8 Second

বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের গাড়িতে হামলার অভিযোগ। মঙ্গলবার ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দফতরের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন শমীক ভট্টাচার্য। অভিযোগ, ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপরে মোহনপুরের কাছে অতর্কিততে হামলা চালানো হয়। বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ইটের আঘাতে ভেঙে যায় গাড়ির কাচ। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।প্রসঙ্গত আমফান দুর্নীতি সহ একাধিক ইস্যুতে মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান কর্মসূচি ছিল বিজেপির।
