Read Time:1 Minute, 28 Second

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ তৃণমূলের পাশাপাশি শুক্রবার ৬০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিএম-কংগ্রেস-আইএসএফ জোট। বাঁকুড়ার রানিবাঁধ থেকে জোটের প্রার্থী হয়েছেন দেবলীনা হেমব্রম। এদিন নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই রানিবাঁধ এলাকার সিপিআইএম কর্মীরা প্রার্থীর নামে দেওয়াল লিখন কর্মসূচি শুরু করে দিলেন।রানিবাঁধ ব্লকের বিভিন্ন বাড়ির দেওয়ালে দ।খাতড়ার দলীয় কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচিত প্রার্থী দেবেওয়াল লিখনের কাজ শুরু করে দিলেন তাঁরা। এদিন দেবলীনা হেমব্রম জানান, তাদের এই লড়াই শুধুমাত্র জনসাধারণের জন্য। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদের লড়াই। তাঁর মতে, এখন রাজ্য জুড়ে শুধু বেকারত্বের হার বেড়ে চলেছে, সমস্ত যুবকরা এখন বেকার তাদের বেকারত্ব কমানোর জন্য এবারের ভোটে লড়াই করবেন তাঁরা।