সংক্রমণ ঠেকিয়েই হবে পুজোঃ মমতা। এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 48 Second

করোনা টেস্টের খরচ কমানো হল রাজ্যসরকারের তরফে। সোমবার নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নয়া নিয়মে খরচ কমে দাঁড়াল দেড় হাজার টাকা। যা আগে ছিল দু হাজার দুশো পঞ্চাশ টাকা। সেইসঙ্গে বাড়ছে বেডের সংখ্যাও। পাশাপাশি এদিন মমতা বলেন, করোনা আবহেও পুজো হবে। সেক্ষেত্রে মানতে হবে যাবতীয় বিধি। পুজোর উদ্বোধন ভার্চুয়াল করতে হবে বলে জানান তিনি। মাস্ক পড়েই প্যান্ডেল হপিং করতে হবে দর্শনার্থীদের। তবে পুজোয় চিকিৎসকদের ছুটি বাতিল বলেই এদিন জানান মুখ্যমন্ত্রী।

এদিন বিকেলে চেতলা অগ্রণীতে মায়ের চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই করোনা আসবে পুজোর ডাকে যে কাঠি পড়ে গিয়েছে তা বলাই বাহুল্য। পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, চতুর্থীর দিন থেকে সকলের প্রবেশের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে। তবে করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানে কড়াকড়ি করা হয়েছে। জোর দেওয়া হয়েছে অন্যান্য বিধি পালনেও। চেতলার পুজো উদ্বোধনের আগে মমতা নজরুল মঞ্চে দলের মুখপত্র ‘জাগো বাংলা’র পুজো সংখ্যার উদ্বোধন করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নিলাম তত্ত্বে নোবেল দুই মার্কিন গবেষককে। এম ভারত নিউজ

নয়া নিলাম তত্ত্ব এবং উন্নত পদ্ধতি আবিষ্কারের জন্য চলতি বছরের অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন গবেষক। নরওয়ে থেকে সোমবার অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হল। ২০২০ অর্থনীতির নোবেল পুরস্কার পেলেন পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়, এস্থার দুফ্‌লো ও মিশেল ক্রেমার। […]

Subscribe US Now

error: Content Protected