করোনা টেস্টের খরচ কমানো হল রাজ্যসরকারের তরফে। সোমবার নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নয়া নিয়মে খরচ কমে দাঁড়াল দেড় হাজার টাকা। যা আগে ছিল দু হাজার দুশো পঞ্চাশ টাকা। সেইসঙ্গে বাড়ছে বেডের সংখ্যাও। পাশাপাশি এদিন মমতা বলেন, করোনা আবহেও পুজো হবে। সেক্ষেত্রে মানতে হবে যাবতীয় বিধি। পুজোর উদ্বোধন ভার্চুয়াল করতে হবে বলে জানান তিনি। মাস্ক পড়েই প্যান্ডেল হপিং করতে হবে দর্শনার্থীদের। তবে পুজোয় চিকিৎসকদের ছুটি বাতিল বলেই এদিন জানান মুখ্যমন্ত্রী।
এদিন বিকেলে চেতলা অগ্রণীতে মায়ের চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই করোনা আসবে পুজোর ডাকে যে কাঠি পড়ে গিয়েছে তা বলাই বাহুল্য। পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, চতুর্থীর দিন থেকে সকলের প্রবেশের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে। তবে করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানে কড়াকড়ি করা হয়েছে। জোর দেওয়া হয়েছে অন্যান্য বিধি পালনেও। চেতলার পুজো উদ্বোধনের আগে মমতা নজরুল মঞ্চে দলের মুখপত্র ‘জাগো বাংলা’র পুজো সংখ্যার উদ্বোধন করেন।