বিধানসভা নির্বাচন ২০২১, সকাল থেকে বিভিন্ন ভোটদান কেন্দ্রের বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। ইতিমধ্যেই সকাল সাতটা থেকে বিভিন্ন কেন্দ্র শুরু হয়ে গেছে ভোটদান প্রক্রিয়া । প্রত্যেকটি জায়গায় কড়া নিরাপত্তা ঢেকে দেওয়া হয়েছে । মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী । পাশাপাশি প্রত্যেকটি বুথের ১০০ মিটার দূরত্বে রয়েছে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই এমনই একটি বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে নাওভাঙ্গা শান্তিনগর এলাকা থেকে।
বিধাননগর কেন্দ্রের তরফের তৃনমূল প্রার্থী – সুজিত বসু, ওই একই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন, সব্যসাচী দত্ত। এই এলাকায় সকাল থেকেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যে এই কেন্দ্রগুলিতে, তৃনমূল এবং বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধেছে । ইতিমধ্যেই এই ঘটনায় ,জেরে দুই দলের হাতাহাতি লাগে। পরবর্তীতে এই ঘটনার, খবর পেয়ে, ঘটনাস্থলে আসেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বসু। তিনি বলেন, যে ইতিমধ্যেই বিজেপি জানতে পেরেছে যে এলাকার মানুষ তাঁদের ক্ষমতায় আনতে চায়না। সেই কারণে এই ধরনের ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য রীতিমতো হামলা করতে শুরু করে তাঁরা।
গত শনিবার কলকাতার দক্ষিণ শহরতলীতে ভোটগ্রহণ ছিল, এ বার ভোট চলছে উত্তর শহরতলীর বিভিন্ন জায়গায়। রাজ্যে প্রথম ৩ দফার ভোট বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপরে শান্তিপূর্ণ হলেও চতুর্থ দফায় পাঁচটি প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই এই দফার ভোটে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। এরই মধ্যে ভয়াবহ ভাবে বেড়েছে করোনা সংক্রমণ। সেই দিকেই বাড়তি নজর দিতে হচ্ছে কমিশনকে।