সংকটজনক হলেও শারীরিক অবস্থার সামান্য উন্নতি হল প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তবে তাঁর শরীরে হিমোগ্লোবিন ও প্লেটলেটের ঘাটতি ভাবাচ্ছে চিকিত্সকদের।
এদিকে, অভিনেতার রক্তের চাহিদার কথা মাথায় রেখে রক্তদানের আহ্বান জানিয়েছে রাজ্যের মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। ফোরামের পক্ষ থেকে তাঁর সদস্যদের কাছে বলা হয়েছে, আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হন এবং রক্তদানে ইচ্ছুক হন (শুধুমাত্র A+ রক্তদাতা), তাহলে অনুগ্রহ করে অবিলম্বে ফোরামের অফিসে 7044061901/7044064901 এই নম্বরে যোগাযোগ করুন।’ ইতিমধ্যে দু দফা ডায়ালিসিসের পর অভিনেতার শারীরিক অবস্থার কতটা উন্নতি হয়েছে, তা খতিয়ে দেখছেন চিকিত্সকরা। ধীরে ধীরে জটিলতা কাটছে। গত দু দিন ধরে চিকিত্সকদের ডাকে সাড়া দিয়েছেন তিনি। কিছুদিন ধরে ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা একই থাকায় আশা বাড়ছে চিকিত্সকদের। তবে এখন সংকটমুক্ত নন তিনি