বঙ্গ ভোটের আগে বঙ্গে বিজেপি নেতাদের আগমন এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে ।পাশাপাশি প্রতি সপ্তাহেই নিয়ম করে বঙ্গে আসছেন মোদি শাহরা। লড়াই যেহেতু হাড্ডাহাড্ডি তাই মোদীর সভা করে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই একই মঞ্চে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর এই মাস্টারস্ট্রোকে আজ ওই একই মঞ্চে দেখতে পাওয়া গেল কাঞ্চন এবং জুনকে। শুধু তাই নয় পাশাপাশি টলিপাড়ার অনেকেই আর যোগ দিলেন তৃণমূলে তাদের মধ্যে রয়েছেন ,কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, মানালি দে ও সায়নী ঘোষ এছাড়াও পরিচালক রাজ চক্রবর্তী ও সুদেষ্ণা রায়, ফুটবলার সৌমিক দে ।
তৃণমূলের এই সভা কে রাজনৈতিক মহলে তরফ থেকে বিশেষ প্রাচুর্য দেওয়া হয়েছিল প্রথমেই , পাশাপাশি আজ এই মঞ্চে তৃণমূলে যোগ দিলেন দুই বিখ্যাত অভিনেতা অভিনেত্রী যথাক্রমে কাঞ্চন মল্লিক এবং জুন মালিয়া। উভয় তাঁদের বক্তব্যে বলেন , রাজনীতি সেভাবে না বুঝলেও তৃণমূল সুপ্রিমোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা ।বলেছেন তাঁর পাশে থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করতে চান তাঁরা পাশাপাশি “খেলা হবে” এমনই এক স্লোগান তুলে মানুষের মধ্যে এক আশার আলো দেখানোর চেষ্টা করেছেন তাঁরা।