“টসিলিজুমাব কাণ্ডে” পদ থেকে সরানো হল অভিযুক্ত ডাক্তারকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

কলকাতা মেডিকেল কলেজ থেকে জীবনদায়ী ওষুধ চুরির অভিযোগে, মেডিকেল কলেজ থেকে কোচবিহারের শীতলকুচিতে সরানো হল অভিযুক্ত চিকিৎসককে।অভিযুক্তই চিকিৎসকের নাম দেবাংশী সাহা। কলকাতা মেডিকেল কলেজে মেডিকেল অফিসার পদে ছিলেন তিনি, তবে এই অভিযোগ ওঠার পরই শীতলকুচিতে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন জটামারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় তাঁকে।

প্রসঙ্গত উল্লেখ্য, সংবাদমাধ্যমের সম্প্রচারের মাধ্যমেই জীবনদায়ী ওষুধ চুরির ঘটনা সামনে উঠে আসে। এরপরই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গঠন করা হয় একটি তদন্ত কমিটি। এই তদন্তের ফলেই উঠে আসে মেডিক্যাল অফিসার দেবাংশী সাহা ও সিস্টার ইন চার্জের নাম। এই কমিটির তরফে তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে। সূত্রের খবর অনুসারে জানতে পারা গেছে আপাতত এই রিপোর্টের ভিত্তিতেই বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই তদন্তের জেরেই বদলি করা হয়েছে অভিযুক্তদের। তাহলে কি এই বদলিই শাস্তি হিসেবে দেখছেন ওয়াকিবহাল মহল? যদি তা হয়ে থাকে তাহলে টসিলিজুমাবের মত জীবনদায়ী ওষুধের চুরির ঘটনায় বদলি কি যথোপযুক্ত শাস্তি? নাকি আগামী দিনে এ বিষয়ে আরও কোন বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর? পাশাপাশি প্রশ্ন থেকে যাচ্ছে বর্তমানে সেই ওষুধগুলো কি যথোপযুক্ত জায়গায় রয়েছে? তাছাড়াও আগামী দিনে এই ধরনের দুর্নীতি এড়াতে কি সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর? প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন থাকছে আমাদেরও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

৭০ দিনে সর্বনিম্ন সংক্রমণ ভারতে । এম ভারত নিউজ

গত ৭০ দিনের সর্বনিম্ন করোনা সংক্রমণ ভারতে, ইতিমধ্যেই সংক্রমণের গ্রাফ নিম্নগামী হওয়ায় স্বস্তি পেলেন অসহায় চিকিৎসকেরা। তবে করোনা সংক্রমণ নিম্নগামী হলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে গতকালের তুলনায়। জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে, ৪ হাজার ২ জনের। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে […]

Subscribe US Now

error: Content Protected