এবার ‘দুয়ারে ভ্যাক্সিন’ চালু করল রাজস্থানের বিকানির শহর। ৪৫ বছর বয়সীদের জন্য এবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে টিকা৷ সরকারের দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নাম নথিভুক্ত করার পর একই এলাকার মাত্র ১০ জন হলেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে টিকা। এই মেডিক্যাল টিমের সঙ্গে থাকছেন ১৬টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকরা।
এই “দুয়ারে টিকার” জন্য ২টি অ্যাম্বুলেন্স এবং ৩ টি মোবাইল ভ্যানকে বরাদ্দ করা হয়েছে। একটি ভায়াল থেকে ১০ জনকে টিকাকরণ করার পর মোবাইল ভ্যান অন্যত্র চলে গেলেও যাঁরা টিকা নিয়েছেন তাঁদের সঙ্গে আরও বেশ কিছুক্ষণ থাকবে মেডিক্যাল টিম।
বিকানিরের জেলাশাসক নমিত মেহতার বক্তব্য “৪৫ বছরের উর্ধ্বের ব্যক্তিদের মধ্যে অন্ততপক্ষে ৭৫ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ করা আমাদের লক্ষ্য। বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ এক্ষেত্রে খুবই কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে।”
দেশজুড়ে যখন বেহাল টিকা পরিকাঠামো, লক্ষ লক্ষ টিকা নষ্ট হওয়ার খবর পাওয়া যাচ্ছে,তখন সত্যিই দেশের মধ্যে নজির গড়ল বিকানির।