Read Time:54 Second

আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। কে কে রয়েছেন সেই তালিকায় দেখে নিন।
এগরা থেকে অরূপ দাস,
নয়াগ্রাম থেকে বাকুল মুর্মু,
রামনগর থেকে স্বদেশ রঞ্জন নায়ক,
দাঁতনে শ্রী শক্তিপদ নায়ক,
গোপীবল্লভপুর থেকে সঞ্জীত মাহাতো,
ঝাড়গ্রাম থেকে সুখময় সৎপতি,
ভাগবানপুর থেকে রবীন্দ্রনাথ মাইতি,
খেজুরি থেকে শান্তনু প্রামাণিক,
কাঁথি দক্ষিণ থেকে অরূপ কুমার দাস,
কাঁথি উত্তর থেকে শ্রামতী সুনীতা সিংহা,
এবং পটাশপুর থেকে ড. অম্বুজা মোহান্তি।