
করোনা পরিস্থিতিতেও চলবে গঙ্গাসাগরের মেলা। করোনা আবহে যথাযথ ব্যবস্থা নিয়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আগামী ৭-ই জানুয়ারি গঙ্গাসাগর পাড়ি দিচ্ছেন । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই বিশেষ মেলা যদিও ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে ১১ জানুয়ারির পর থেকে অর্থাৎ মকর সংক্রান্তির আগে। এমত অবস্থায়, গঙ্গাসাগর যাত্রীদের জন্য থাকার ব্যবস্থাতে যাতে কোনো রকমের ত্রুটি না থাকে সে বিষয়ে পর্যবেক্ষণ করতে যাত্রা মুখ্যমন্ত্রীর। তবে যাত্রার আগে এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের অন্যান্য মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের ১৬ টি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, সচিব এবং জেলা পরিষদের সভাপতি পদে নিযুক্ত থাকা সকলেই । এছাড়াও থাকবেন গঙ্গাসাগর মেলার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ। ৭ জানুয়ারি গঙ্গাসাগরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে ৯ ই জানুয়ারি ফেরত আসবেন তিনি।

পাশাপাশি জানা যাচ্ছে, তিনি এও দেখে নিতে চান যে গঙ্গাসাগর মেলার যাত্রীদের জন্য থাকার যে ব্যবস্থা করা হয়েছে তা সম্পূর্ণ গাইডলাইন মেনে করা হয়েছে কিনা । স্যানিটাইজিং-এর কি ব্যবস্থা থাকছে সেই বিষয়েও তদারকি করবেন তিনি। তবে এ বছরই প্রথম নয় প্রত্যেক বছরই নিয়ম করে তিনি সাগরে যান এবং মেলা চত্বরের তদারকিও করেন । তাছাড়াও একই যাত্রায় দুয়ারের সরকার কর্মসূচি কতটা পালন করা হচ্ছে তাও খতিয়ে দেখবেন তিনি । এছাড়াও আম্ফান ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত এলাকার প্রয়োজনীয় পুনর্নির্মাণের ব্যাপারগুলিও খতিয়ে দেখার কথা জানিয়েছেন মমতা ।