Read Time:1 Minute, 20 Second

রাত পোহালেই বিহারে দ্বিতীয় দফার নির্বাচন। ১৭টি জেলার ৯৪ আসনের এই ভোটে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদের দুই ছেলে তেজস্বী এবং তেজপ্রতাপ যাদব। প্রথম দফার ভোটে বড় কোনও অশান্তি না হলেও করোনা বিধি ভাঙার অভিযোগ উঠেছিল অনেক জায়গাতেই। তবে এবার আরও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর। ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী বৈশালী জেলার রাঘোপুর কেন্দ্রে লড়ছেন। তিনি ওই কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক। তেজপ্রতাপ লড়ছেন সমস্তিপুর জেলার হাসনপুর কেন্দ্রে। তেজপ্রতাপের শ্বশুর চন্দ্রিকা রাই এ বার আরজেডি ছেড়ে নিজের কেন্দ্র পারসায় জেডি(ইউ) প্রার্থী হয়েছেন। সমস্তিপুরের সরাইরঞ্জন কেন্দ্রে জেডি(ইউ) প্রার্থী বিদায়ী বিধানসভার স্পিকার বিজয় চৌধুরী।
