অবশেষে করোনামুক্ত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় অভিনেতার মেয়ে পৌলমী বোস জানান, তাঁর অবস্থা আগের থেকে স্থিতিশীল। তাঁর কথায়, “বাবা আগের দিনের থেকে আজকে ১% হলেও ভালো আছেন। এতেই আমি খুশি।” বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিল্পী সঙ্কটজনক অবস্থায় থাকলেও স্থিতিশীল রয়েছেন। তবে তাঁর শরীরে সোডিয়ামের মাত্রা বেশি রয়েছে বলেই জানিয়েছিল হাসপাতাল। গত মঙ্গলবার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেতাকে। শুক্রবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
করোনা নিয়ে চিকিত্সকদের চিন্তা ছিল কোমর্বিডিটি। তবে সেই রিপোর্ট এবার নেগেটিভ আসায় অনেকটা স্বস্তি মিলেছে। তবে অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব নিয়ে মুখ খোলেন মেয়ে পৌলমী।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পৌলমী লেখেন, “প্রার্থনা করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আলাদা করে উত্তর দিতে পারছি না। একটু বোঝার চেষ্টা করুন, আমিও একজন মানুষ।”
