এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ট্যুইটার অ্যাকাউন্ত হ্যাক হওয়ার কথা জানা গেছিল । এবার হ্যাক হল খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইটার অ্যাকাউন্ট । narendramodi_in নামে মোদীর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে আজ সকালে বেশ কিছু ভুয়ো ট্যুইট ছড়িয়ে পড়ে বলেই ট্যুইটারের তরফে জানানো হয়েছে । প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত ওয়েবসাইটের ট্যুইটার হ্যান্ডেল ও মোবাইল অ্যাপ হ্যাক করা হয় । প্রধানমন্ত্রীর ট্যুইটারে ফলোয়ারের সংখ্যা ৬ কোটিরও বেশি । ২০০৯ সালে মোদি প্রথম ট্যুইটার অ্যাকাউন্ট খোলেন । আর ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই ফলোয়ার সংখ্যা বাড়তে শুরু করে । বরাবরই সোশাল মিডিয়ার মাধ্যমটিকে পছন্দ করেন নরেন্দ্রবাবু । narendramodi_in নামে তাঁর আরও একটি ট্যুইটার হ্যান্ডেল আছে, এখানেও ফলোয়ারের সংখ্যা ২০ লক্ষের বেশি । সেটিই হ্যাকারদের কবলে পড়েছে বলে জানিয়েছে ট্যুইটার । ট্যুইটার কর্তৃপক্ষের নজরে আসতেই তারা সতর্ক হয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে । খুব শীঘ্রই যথাযথো ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে ।
